Fox Mentors IT Institute

ফ্রিল্যান্সিং শিখুন প্রফেশনাল এক্সপার্ট দের কাছ থেকে

সাপোর্ট ব্যবস্থা​

শুধুমাত্র কোর্স করানোই আমাদের দায়িত্ব নয় । কোর্স শেষ হওয়ার পর কিভাবে কাজ পেতে হয় এবং কিভাবে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করতে হয়, তার সবই দেখানো হয় এবং সব রকম সাহায্য করা হয় ।​

ইন্সটলমেন্ট সুবিধা​

আমাদের কোর্স এ ইন্সটলমেন্ট এর সুবিধা রয়েছে । অর্থাৎ, আপনি চাইলে কোর্স ফি কিস্তিতে পরিশোধ করতে পারবেন ।​

Online-Courses

অনলাইন কোর্স​

যারা ঢাকার বাইরে থাকেন কিংবা Foxmentors it অফিসে এসে ক্লাস করতে পারবেন না তাদের জন্য অনলাইন এ কোর্স করার সুবিধা রয়েছে । তাই, আপনি যেকোনো স্থান থেকে ক্লাস করার সুযোগ পাচ্ছেন ।​

Our Most Popular Courses

আমাদের প্রধান উদ্দেশ্য সিঙ্গাইরে সর্ববৃহত ফ্রীল্যান্সারস কমিউনিটি তৈরী করা । আমাদের সকল কোর্স তিন মাস মেয়াদি এবং ৩ মাস কাজ শেখার পর প্র্যাক্টিকাল কাজ করার মাধ্যমে শিক্ষার্থীদের এক্সপার্ট করে তোলা হয় ।

Best Selling Products

" Be in Demand with Our Professional Training "

আমরা সিঙ্গাইরে সর্ববৃহত ফ্রীল্যান্সারস কমিউনিটি তৈরী করতে যাচ্ছি এবং প্রত্যেকটা স্টুডেন্টকে সফল ফ্রীল্যান্সার হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য, কারন শুধুমাত্র স্কিল ডেভেলপ করলেই বা স্কিল ডেভেলপ না করে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করলেই তো হবেনা। আগে স্কিল ডেভেলপ করতে হবে, তারপর প্রফেশনাল কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Founder & CEO.
আপনার যদি কাজের এক্সপেরিয়েন্স না থাকে কাজে যদি দক্ষ না হন তাহলে চাকরি বা কাজ করতে পারবেন না | আর এর জন্য প্রয়োজন নিজের স্কিলস ডেভেলপ করা,স্কিলস ডেভেলপ করার জন্য বেস্ট প্রতিষ্ঠান ফক্সমেন্টর্স আইটি ইনস্টিটিউট
পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে চার বছরের কোর্স শেষ করেও চাকরির বাজারে ঢুকতে না পেরে হতাশাগ্রস্ত শিক্ষার্থীরা,পড়া লেখা করেও চাকরি করতে পারছে না এমন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ফক্সমেন্টর্স আইটি ইন্সটিউট |
ফক্সমেন্টর্স আইটি ইনস্টিটিউটে প্রফেশনাল ও দক্ষ ট্রেইনার নিয়োজিত , এখানে খুব ভালো ভাবে কাজ শিখানোর মাদ্ধমে স্টুডেন্ট দের এক্সপার্ট করে তুলা হয় |

Industry Partners

Some Of Our Most Important Topics

Budget friendly one of the best teaching platform one can get. I will suggest to everyone "Do the free seminar classes and judge on your own"
Rifat Hossain
From Singair ,Manikganj
আমি এম,এস ওয়ার্ড আর গ্রাফিক্স ডিজাইন সম্পুর্ন করেছি। গুরুত্বপূর্ণ বিষয় গুলো সহজেই শেখানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতে ওয়েব ডিজাইনিং ও এখান থেকেই ভালোভাবে সম্পুর্ণ করতে পারবো।
Rigan Hossain
From Singair ,Manikganj
Fox mentor's*কে ধন্যবাদ, আমাকে সুন্দর একটি সফল পথ বেছে নেওয়ায়, সহযোগিতা করবার জন্য। এত সহজেই ফ্রিলান্সিং জগতে পা বাড়াতে পারবো, ভাবিনি। আমার চলার পথকে সহজ করে দেওয়ার জন্য আপনাদের শুক্রিয়া জানাচ্ছি।
Sihab Khan
From Singair ,Manikganj
আমি ১১ম এ পড়ছি। পড়ালেখার পাশাপাশি এত অল্প সময়ে গ্রাফিক্স ডিজাইন এতি সহজে শিখতে পেড়েছি "Fox mentor's IT Institute" এর জন্য। "Fox mentor's IT Institute এর শিক্ষকদের সহযোগিতা ছাড়া পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনিং সম্পূর্ণ করতে পারতাম না। তাদের ব্যবহার এ আমি মূগ্ধ।
Foxmentorsit
From Singair ,Manikganj